Last Updated: Tuesday, May 8, 2012, 18:36
ঋণের দায়ে ফের আত্মঘাতী হলেন এক কৃষক। বর্ধমানের ভাতার থানার নতুনগ্রামে আত্মহত্যা করেন ডালিম পাল নামে এক কৃষক। অভিযোগ, খারিফ মরশুমের ধান বিক্রি না হওয়ায় বোরো চাষের জন্য মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়েছিলেন ডালিম পাল।