Last Updated: August 29, 2012 17:59

ওঁদের কেউ কেউ চোখে দেখতে পান না। কেউ আবার উঠে দাঁড়াতে পর্যন্ত পারেন না। কারও আবার দু'টো হাত নেই। আগামী কয়েকটা দিন এঁরাই অলিম্পিকে দেশের হয়ে পদক জয়ের লড়াইয়ে নামবেন। তবে একটু আলাদা এঁদের অলিম্পিক্স। প্যারালিম্পিকস।
বুধবার ছিমছাম অনুষ্ঠানের মাধ্যমে লন্ডনে যার উদ্বোধন হয়ে গেল এই প্যারালিম্পিক্সের। বোল্ট, ফেল্পসরা একগুচ্ছ পদক নিয়ে লন্ডন মাতিয়ে গেলেন। দেশ আর জীবনকে জেতাতে সেই লন্ডনেই এবার প্যারালিম্পিকসে নামবেন ১৬৫টি দেশের ৪২০০ জন প্যারা অ্যাথলিট।
এবারের গ্রীষ্মকালীন প্যারালিম্পিকসে ২০টি খেলায় ৫০৩টি বিভাগে প্রতিযোগিতা হবে। প্যারালিম্পিকসের ইতিহাসে এবারের লন্ডন গেমসই সবচেয়ে বড় আসর বসাতে চলেছে। এবারের প্যারালিম্পিকসে ভারতের দশজন অ্যাথলিট অংশগ্রহণ করছেন। অলিম্পিকে ভারতকে শ্যুটিংয়ে পদক এনে দিয়েছিলেন বিজয় কুমার- গগন নারাংরা, তেমনই প্যারালিম্পিকসের শ্যুটিংয়ে ভারতের বাজি নরেশ কুমার। তবে ভারতের পদক জয়ের সেরা দাবিদার সাঁতারু শরত গায়কোয়াড়। প্যারালিম্পিকস থাকছে ফুটবল, টেব্ল টেনিস, ভলিবল, তিরন্দাজি, গোলবল, জুডোর মতো খেলা। সঙ্গে হুইল চেয়ার টেনিস, হুইল চেয়ার রাগবির মত খেলাও।
First Published: Wednesday, August 29, 2012, 19:02