2012 Summer Paralymp - Latest News on 2012 Summer Paralymp| Breaking News in Bengali on 24ghanta.com
শুরু হয়ে গেল প্যারালিম্পিকস, খেলছেন ভারতের ১০ জন

শুরু হয়ে গেল প্যারালিম্পিকস, খেলছেন ভারতের ১০ জন

Last Updated: Wednesday, August 29, 2012, 17:59

ওঁদের কেউ চোখে দেখতে পান না, কেউ আবার উঠে দাঁড়াতে পর্যন্ত পারেন না, কারও আবার দুটো হাত নেই। আগামী কটা দিন এঁরাই অলিম্পিকে দেশের হয়ে পদক জয়ের লড়াইয়ে নামবেন। তবে এঁদের অলিম্পিকের নামটা একটু আলাদা, বলা হয় প্যারালিম্পিকস।