Last Updated: December 3, 2011 23:36

ঝাড়খণ্ডের পলামৌয়ে বড়সড় হামলা চালাল মাওবাদীরা। মাওবাদী নেতা কিষেণজির মৃত্যুর পর এই প্রথমবার হামলা চালাল মাওবাদীরা। ঘটনায় ৮ জওয়ান সহ ১০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ২ জওয়ান। সাংসদ ইন্দর সিং নামধারীর গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। অল্পের জন্য রক্ষা পান সাংসদ। তারপরই গুলির লড়াই শুরু হয়।
First Published: Saturday, December 3, 2011, 23:45