ঝাড়খণ্ডে মাওবাদী হামলায় মৃত ১০, 10 dead in Maoist attack in Jharkhand

ঝাড়খণ্ডে মাওবাদী হামলায় মৃত ১০

ঝাড়খণ্ডে মাওবাদী হামলায় মৃত ১০ঝাড়খণ্ডের পলামৌয়ে বড়সড় হামলা চালাল মাওবাদীরা। মাওবাদী নেতা কিষেণজির মৃত্যুর পর এই প্রথমবার হামলা চালাল মাওবাদীরা। ঘটনায় ৮ জওয়ান সহ ১০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ২ জওয়ান। সাংসদ ইন্দর সিং নামধারীর গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। অল্পের জন্য রক্ষা পান সাংসদ। তারপরই গুলির লড়াই শুরু হয়।





First Published: Saturday, December 3, 2011, 23:45


comments powered by Disqus