Last Updated: Sunday, December 4, 2011, 16:19
ঝাড়খণ্ডের পলামৌয়ে মাওবাদী হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। নিহতদের মধ্যে আটজনই নিরাপত্তারক্ষী। অন্য তিনজন স্থানীয় বাসিন্দা। চাতরার নির্দল সাংসদ ইন্দর সিং নামধারীর গাড়ি লক্ষ্য করে গতকাল বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।