100 over student fall ill after having mid day mill

স্কুলের মিড ডে মিল খেয়ে অসুস্থ ১০০ ছাত্র

স্কুলের মিড ডে মিল খেয়ে অসুস্থ ১০০ ছাত্র স্কুলের মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল শতাধিক ছাত্র-ছাত্রী। বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বগডোগরা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। গতকাল ১৫০ জন ছাত্র-ছাত্রী ওই মিড ডে মিলের খাবার খায়। অভিযোগ তারপরই অসুস্থ হয়ে পড়তে থাকে তারা। বিকেল গড়াতেই অসুস্থের সংখ্যাটা বাড়তে থাকে।

স্থানীয় বগডোগরা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিত্‍সা শুরু হয় ছাত্র-ছাত্রীদের। পরে অবস্থার অবনতি হওয়ায় ২২ জনকে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

First Published: Tuesday, December 31, 2013, 18:24


comments powered by Disqus