Last Updated: Tuesday, April 8, 2014, 08:33
যোগ্যতা থাকা সত্ত্বেও এসএসসি পরীক্ষায় অনেকে চাকরি পাননি। শুধু তাই-ই নয়, যোগ্যতামানের নীচে থাকা অনেক প্রার্থীও চাকরি পেয়েছেন। আর এই সবকিছুই জানতেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। এই বিস্ফোরক মন্তব্য করায় কমিশনের চেয়ারম্যানের কোপে পড়েছেন কমিশনেরই উপসচিব অমিতেশ বিশ্বাস। এসএসসির চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য জানিয়েছেন, তাঁর কাছে অভিযোগ না জানিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলায় তাঁকে ফের পুরনো জায়গাতেই ফেরত পাঠানো হচ্ছে। প্রাথমিকে টেট কেলেঙ্কারির পর এ বার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়েও দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এল। আর এ বার বিস্ফোরণটা ঘটালেন খোদ কমিশনের উপসচিব অমিতেশ বিশ্বাস।