Last Updated: December 30, 2013 12:19

শতবর্ষে পড়েছে শিশু সাহিত্য পত্রিকা সন্দেশ। মাঝে বহু দিন বন্ধ থাকার পর লীলা মজুমদার, সত্যজিত্ রায়ের হাত ধরে ফের শুরু হয় পথ চলা। সন্দেশ এখন পা দিয়েছে একশো বছরে। নন্দনে সেই উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনীর।
একশ বছর আগে ছোটদের পত্রিকা সন্দেশের পথ চলা শুরু হয়েছিল উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর হাত ধরে। পরে দায়িত্ব নেন সুকুমার রায়। সেই সন্দেশ এখন একশো বছরের।এবার ইন্টারনেটে আসতে পারে সন্দেশ।
পুরনো সেই স্মৃতি টাটকা সকলের মনে।
ছোটদের র জন্য গল্প, প্রবন্ধ ছাড়াও সন্দেশের পাতায় থাকত ছড়া, কবিতা, ধাঁধার হরেক মজা। সেই সব প্রচ্ছদের কাট আউট ছাড়াও প্রর্দশনীতে থাকছে উপেন্দ্র কিশোরের হাতের লেখা কপি।
নন্দনে এই প্রর্দশনী চলবে পয়লা জানুয়ারি পর্যন্ত।
First Published: Monday, December 30, 2013, 12:19