Last Updated: Monday, December 30, 2013, 12:19
শতবর্ষে পড়েছে শিশু সাহিত্য পত্রিকা সন্দেশ। মাঝে বহু দিন বন্ধ থাকার পর লীলা মজুমদার, সত্যজিত্ রায়ের হাত ধরে ফের শুরু হয় পথ চলা। সন্দেশ এখন পা দিয়েছে একশো বছরে। নন্দনে সেই উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনীর।