মিলল না মজুরি, বিক্ষোভ গ্রামবাসীদের

মিলল না মজুরি, বিক্ষোভ গ্রামবাসীদের

মিলল না মজুরি, বিক্ষোভ গ্রামবাসীদেরএকশো দিনের প্রকল্পে কাজ করেও মজুরি না মেলায় পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এঘটনা ঘটেছে হুগলির গোঘাটের শাওড়া গ্রাম পঞ্চায়েতে। দুই আধিকারিককে নিয়ে বিডিও ঘটনাস্থলে গেরে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ওই প্রকল্পের মঞ্জুরি নিয়ে সমস্যা হওয়ার কারণেই সময়মতো টাকা আসেনি বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। পরে বিডিও আশ্বাস দিলে শান্ত হন গ্রামবাসীরা।

হুগলির গোঘাটের শাওড়া গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের প্রকল্পে কাজ হয়েছিল ২২ দিন। কিন্তু মজুরি মেলেনি ৪ মাস পরেও।  বকেয়া মজুরির দাবিতে বৃহস্পতিবার প্রায় ১৫০জন গ্রামবাসী বিক্ষোভ দেখান পঞ্চায়েত অফিসে।  দুপুর ৩টে নাগাদ আরামবাগের এসডিও-র নির্দেশে গোঘাট একনম্বর ব্লকের বিডিও দেবন্দ্রনাথ বিশ্বাস, এপিও শান্তুনু দে, ইঞ্জিনিয়র তাপস গুঁই সহ অন্যান্য আধিকারিকরা ওই পঞ্চায়েতে পৌঁছন। তখনই ক্ষিপ্ত গ্রামবাসীরা আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ দেখান। 

প্রকল্পের মঞ্জুরি না করতে পারার জন্যই এই সমস্যা হয়েছে বলে পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিস।  উত্তেজিত জনতাকে হঠিয়ে দেওয়ার চেষ্টা হলে পুলিসকে ঘেরাও করে বিক্ষোভ চলে। পরে বিডিও আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।  


First Published: Friday, December 14, 2012, 16:45


comments powered by Disqus