100 days work scheme - Latest News on 100 days work scheme| Breaking News in Bengali on 24ghanta.com
মিলল না মজুরি, বিক্ষোভ গ্রামবাসীদের

মিলল না মজুরি, বিক্ষোভ গ্রামবাসীদের

Last Updated: Friday, December 14, 2012, 16:45

একশো দিনের প্রকল্পে কাজ করেও মজুরি না মেলায় পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এঘটনা ঘটেছে হুগলির গোঘাটের শাওড়া গ্রাম পঞ্চায়েতে। দুই আধিকারিককে নিয়ে বিডিও ঘটনাস্থলে গেরে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ওই প্রকল্পের মঞ্জুরি নিয়ে সমস্যা হওয়ার কারণেই সময়মতো টাকা আসেনি বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। পরে বিডিও আশ্বাস দিলে শান্ত হন গ্রামবাসীরা।