ঝাড়খণ্ডে মাওবাদী হামলায় মৃত বেড়ে ১১, 11 dead in Maoist attack in Jharkhand

ঝাড়খণ্ডে মাওবাদী হামলায় মৃত বেড়ে ১১

ঝাড়খণ্ডে মাওবাদী হামলায় মৃত বেড়ে ১১ঝাড়খণ্ডের পলামৌয়ে মাওবাদী হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। নিহতদের মধ্যে আটজনই নিরাপত্তারক্ষী। অন্য তিনজন স্থানীয় বাসিন্দা। চাতরার নির্দল সাংসদ ইন্দর সিং নামধারীর গাড়ি লক্ষ্য করে গতকাল বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। অল্পের জন্য রক্ষা পান সাংসদ। তারপরই গুলির লড়াই শুরু হয়। মহুয়াটার থেকে ডালটনগঞ্জ ফেরার সময় হামলা চালায় মাওবাদীরা। সেতু উদ্বোধনে গিয়েছিলেন সাংসদ। গারু থেকে বরোয়ারির মাঝে গারু থানা এলাকায় হামলা চালানো হয়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পলামৌ হাসপাতালে চিকিত্সা চলছে তাদের।






First Published: Sunday, December 4, 2011, 16:26


comments powered by Disqus