Last Updated: Monday, June 16, 2014, 17:55
ইরাকে আরও একটি শহরের দখল নিল জঙ্গিরা। পশ্চিম মসুলের তাল আফার শহর দখল নেওয়ার পর বাগদাদের দিকে এগিয়ে চলেছে জঙ্গি বাহিনী। জঙ্গিদের দাবি, তারা অন্তত সতেরশ সেনাকে হত্যা করেছে। টুইটারে গণহত্যার সেই ছবিও তারা পোস্ট করেছে। ভয়াবহ এই গণহত্যার নিন্দা করেছে আমেরিকা। জঙ্গি হামলায় অশান্ত ইরাককে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ইরান। তবে এখনই সেখানে সেনা পাঠানোর সম্ভাবনা খারিজ করে দিয়েছে তেহেরান। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, ইরাকের পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সবদিক। বাড়ানো হয়েছে বাগদাদের মার্কিন দূতাবাসের নিরাপত্তা। তবে ISIS জঙ্গিদের মোকাবিলায় ফের ইরাকে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি। যদিও ইতিমধ্যে পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। এছাড়াও রয়েছে আরও দুটি যুদ্ধ জাহাজ।