আফগানিস্তানে ভারতীয় সমাজকর্মী অপহরণের ঘটনায় গ্রেফতার ১২

আফগানিস্তানে ভারতীয় সমাজকর্মী অপহরণের ঘটনায় গ্রেফতার ১২

আফগানিস্তানে ভারতীয় সমাজকর্মী অপহরণের ঘটনায় গ্রেফতার ১২ভারতীয় সমাজকর্মী অ্যালেক্সিস প্রেম কুমার অ্যান্টনিস্বামীকে অপহরণের ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে আফগান প্রশাসন। হিরাটের গুলরান অঞ্চলে অপহরণকারীরা তাঁকে লুকিয়ে রেখেছে বলে আফগানিস্তানের তরফে জানানো হয়েছে। পরিস্থিতির ওপরে নজর রেখেছে ভারতীয় বিদেশমন্ত্রক। অপহরণকারীদের কাছে প্রেমকুমারের মুক্তির আবেদন জানিয়েছেন তাঁর ভাই।ভিওঃ হিরাট প্রদেশের গুলরান অঞ্চলে অপহৃত ভারতীয় সমাজকর্মী অ্যালেক্সিস প্রেম কুমার অ্যান্টনিস্বামীর সন্ধান পাওয়া গিয়েছে বলে জানাল আফগান প্রশাসন। অপহৃত সমাজকর্মী অপহরণকারীদের হেফাজতে থাকলেও তিনি নিরাপদে আছেন বলেই জানিয়েছেন হিরাটের গভর্নর। যদিও নিরাপত্তার খাতিরেই ঠিক কোথায় তাঁকে লুকিয়ে রেখেছে অপহরণকারীরা সেকথা জানানো হয়নি। অপহরণকারীদের তরফে এখনও কোনও মুক্তিপণের দাবি করা হয়নি বলে আফগানিস্তানের তরফে জানানো হয়েছে।

ইতিমধ্যেই এই অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে বারোজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। গত সোমবার অ্যালেক্সিস প্রেমকুমারকে অপহরণ করে দুষ্কৃতীরা। একটি এনজিও সংস্থার হয়ে হিরাটে কর্মরত ছিলেন তিনি। গোটা পরিস্থিতির ওপর নজর রেখে চলেছে ভারতীয় বিদেশমন্ত্রক। তামিলনাড়ুর শিবগঙ্গার বাসিন্দা অপহৃত অ্যালেক্সিস প্রেমকুমারের মুক্তির বিষয়ে হস্তক্ষেপের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন জয়ললিতা। একই আর্জি জানিয়েছেন ডিএমকে প্রধান এম করুণানিধি এবং এমডিএমকে নেতা ভাইকো। অ্যালেক্সিস প্রেমকুমারের অপহরণের পর থেকেই উদ্বেগে রয়েছে তাঁর পরিবার। প্রেমকুমারকে মুক্তি দেওয়ার জন্য অপহরণকারীদের কাছে আর্জি জানিয়েছেন তাঁর ভাই অ্যালবার্ট মনোহরণ।

First Published: Friday, June 6, 2014, 13:52


comments powered by Disqus