Last Updated: Friday, June 6, 2014, 13:51
ভারতীয় সমাজকর্মী অ্যালেক্সিস প্রেম কুমার অ্যান্টনিস্বামীকে অপহরণের ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে আফগান প্রশাসন। হিরাটের গুলরান অঞ্চলে অপহরণকারীরা তাঁকে লুকিয়ে রেখেছে বলে আফগানিস্তানের তরফে জানানো হয়েছে। পরিস্থিতির ওপরে নজর রেখেছে ভারতীয় বিদেশমন্ত্রক।