Last Updated: February 16, 2013 12:05

পৃথিবীর কান ঘেঁষে চলে গেল গ্রহাণু ২০১২ ডিএ১৪। দেড়শো ফুট উচ্চতার এই মহাজাগতিক পাথরের টুকরোটি পৃথিবী থেকে `মাত্র` ১৭,০০০ মাইল দূর থেকে বেরিয়ে গেল। প্রসঙ্গত, এর আগে এই আয়তনের কোন গ্রহানু পৃথিবীর এত কাছে আসেনি।
১৬ ফেব্রুয়ারি রাত ১২টা ৫৫ নাগাদ গ্রহানুটি পৃথিবীর ধার ঘেষে চলে যায়।
এই ঘটনার কিছু আগে শুক্রবার মধ্য রাশিয়ার চেলিয়াবিঙ্কের পার্বত্য অঞ্চলে উল্কা বৃষ্টি হয়। মহাজাগতিক পাথরটির আগমনের সঙ্গে এর কোনও সম্পর্ক আছে কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়। তবে বিজ্ঞানীরা জানিয়ে দিয়েছেন ডিএ১৪-এর আগমনের একই দিনে রাশিয়ায় উল্কাবৃষ্টির ঘটনাটি নিতান্তই কাকতালীয়। এদের মধ্যে আসলে কোনও সম্পর্কই নেই বলেই মন্তব্য করেছেব তাঁরা।
First Published: Saturday, February 16, 2013, 12:05