Last Updated: Wednesday, June 25, 2014, 17:48
সবথেকে নিষ্ক্রিয়, সবথেকে ঠান্ডা বামন নক্ষত্র খুঁজে পেলেন বিজ্ঞানীরা। এতই ঠান্ডা এই নক্ষত্র যে কার্বন জমাট বেঁধে তৈরি হয়েছে স্ফটিক। যা দেখতে পৃথিবীর আকারের হিরের মতো। মনে করা হচ্ছে সাদা রঙের এই নক্ষত্রের বয়স প্রায় ১১১ কোটি বছর যা প্রায় মিল্কি ওয়ের সমসাময়িক। মূলত কার্বন ও অক্সিজেন দিয়ে তৈরি ঘন জমাট বাঁধা নক্ষত্র কিছুটা আবছাও।