কর্মহীন দেড়শো শ্রমিক, 150 jobless

কর্মহীন দেড়শো শ্রমিক

কর্মহীন দেড়শো শ্রমিককর্মহীন হলেন আসানসোলের এস বি পিগমেন্টের প্রায় দেড়শোজন শ্রমিক। আজ সকালে ধাদকায় কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। সকালে কাজে যোগ দিতে এসে নোটিসটি দেখতে পান শ্রমিকরা। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে যোগাযোগ করেন তারা। দুহাজার ছয় সালে এই কারখানাটি অধিগ্রহণ করে এস বি পিগমেন্ট।

First Published: Saturday, November 5, 2011, 21:07


comments powered by Disqus