Last Updated: Tuesday, February 18, 2014, 19:20
রাজ্য সরকার যখন ক্ষুদ্র শিল্পে জোর দেওয়ার কথা বলছে, ঠিক তখন বেহালা পর্ণশ্রীর কাছে বেনটেক কোম্পানিতে ঝুলল তালা। লাগানো হল সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। ছাঁটাইয়ের বিরোধিতা, মালিকপক্ষের অসহযোগিতা ও ন্যায্য পাওনার দাবিতে দীর্ঘদিন ধরেই একানকার কর্মচারিরা আন্দোলন চালাচ্ছেন। কারখানায় তৃণমূল পরিচালিত ট্রেড ইউনিয়ন হওয়ার পর থেকে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে অভিযোগ কর্মীদের। মালিকপক্ষের সঙ্গে গোপন আঁতাঁতেরও অভিযোগ এনেছেন তাঁরা।