Last Updated: June 2, 2014 13:22

ইয়াকুব মেমনের মৃত্যুদন্ডের ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। এর আগে ইয়াকুব মেমনের মৃত্যুদণ্ড মকুবের আর্জি খারিজ করেছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণে দোষী সাব্যস্ত হন ইয়াকুব মেমন। ২০০৭ সালে টাডা আদালত মুম্বই বিস্ফোরণের অন্যতম ষড়যন্ত্রী হিসাবে ইয়াকুব মেমনের মৃত্যুদন্ডের আদেশ দেয়। বিস্ফোরণের পরই দেশ ছাড়েন মেমন। ১৯৯৪ সালে কাঠমাণ্ডু বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয় মেননকে।
টাডা আদালত মেননকে মুম্বই বিস্ফোরণ মামলায় মাস্টারমাইন্ড আখ্যা দেয়। এই অপরাধে মেননের মৃত্যুদণ্ডের আদেশ দেয়। মুম্বই বিস্ফোরণ ছাড়াও মেননের বিরুদ্ধে ডজনেরও বেশি সন্ত্রাসবাদী হামলার ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিলেছিল।
১৯৯৩ সালে মুম্বইয়ে একাধিক বিস্ফোরণে ২৫৭ জন মারা গিয়েছিলেন। আহত হয়েছিলেন ৭১৩ জন।
মুম্বই বিস্ফোরণ মামলায় জড়িত থাকার ঘটনায় অভিযুক্ত দাউদ ইব্রাহিম ও ইয়াকুবের ভাই টাইগার মেনন এখনও ফেরার। ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের অনুমান তাঁরা দুজনেই পাকিস্তানে লুকিয়ে আছেন।
First Published: Monday, June 2, 2014, 13:22