Last Updated: Monday, June 2, 2014, 13:22
ইয়াকুব মেমনের মৃত্যুদন্ডের ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। এর আগে ইয়াকুব মেমনের মৃত্যুদণ্ড মকুবের আর্জি খারিজ করেছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণে দোষী সাব্যস্ত হন ইয়াকুব মেমন। ২০০৭ সালে টাডা আদালত মুম্বই বিস্ফোরণের অন্যতম ষড়যন্ত্রী হিসাবে ইয়াকুব মেমনের মৃত্যুদন্ডের আদেশ দেয়। বিস্ফোরণের পরই দেশ ছাড়েন মেমন। ১৯৯৪ সালে কাঠমাণ্ডু বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয় মেননকে।