Last Updated: October 14, 2013 10:37

পুণেতে অস্ট্রেলিয়ার সঙ্গে একদিনের সিরিজের প্রথম ম্যাচে পরাজয়ের জন্য দুর্বল বোলিং ও ব্যাটসম্যানদের ভুল শট নির্বাচনকে দায়ী করলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি জানান ``খেলার একটা সময় আমাদের জেতার সম্ভাবনা ৫০% ছিল। কিন্তু সেখান থেকে আমরা কোনও ভাল পার্টনারশিপ গড়ে তুলতে পারিনি। ভুল শট নির্বাচন করে আউট হয়েছি। বোলাররাও আশানরূপ খেলতে পারেননি।``
হার দিয়ে একদিনের সিরিজ আরম্ভ করল ভারত। রবিবার পুণেতে অস্ট্রেলিয়ার কাছে ৭২ রানে হেরে গেলেন ধোনিরা। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ৩০৪ রান করেন ক্যাঙ্গারুরা।
৩০৫ রানের লক্ষ্য মাত্রা নিয়ে মাঠে নেমে শুরুটা ভাল হয়নি ভারতের। মাত্র সাত রান করে আউট হন শিখর ধাওয়ান। রোহিত শর্মা ৪২ রানে আউট হওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন বিরাট কোহলি এবং সুরেশ রায়না। কোহলি ৬১ রানে আউট হয়ে যাওয়ার পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত। অবশেষে ২৩২ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। এদিন বল হাতে দুই উইকেট পেলেও ব্যাট হাতে ব্যর্থ যুবরাজ সিং। মাত্র সাত রান করে আউট হন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিন উইকেট পেয়েছেন ফকনার।
First Published: Monday, October 14, 2013, 10:37