MSD blame Indian bow - Latest News on MSD blame Indian bow| Breaking News in Bengali on 24ghanta.com
পুণেতে অসি বাহিনীর বিরুদ্ধে পরাজয়ের জন্য দুর্বল বোলিং এবং ব্যাটসম্যানদের ভুল শট নির্বাচনকে দায়ী করলেন মাহি

পুণেতে অসি বাহিনীর বিরুদ্ধে পরাজয়ের জন্য দুর্বল বোলিং এবং ব্যাটসম্যানদের ভুল শট নির্বাচনকে দায়ী করলেন মাহি

Last Updated: Monday, October 14, 2013, 10:37

পুণেতে অস্ট্রেলিয়ার সঙ্গে একদিনের সিরিজের প্রথম ম্যাচে পরাজয়ের জন্য দুর্বল বোলিং ও ব্যাটসম্যানদের ভুল শট নির্বাচনকে দায়ী করলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি জানান ``খেলার একটা সময় আমাদের জেতার সম্ভাবনা ৫০% ছিল। কিন্তু সেখান থেকে আমরা কোনও ভাল পার্টনারশিপ গড়ে তুলতে পারিনি। ভুল শট নির্বাচন করে আউট হয়েছি। বোলাররাও আশানরূপ খেলতে পারেননি।``