Last Updated: July 2, 2013 13:51

এদেশের ২৭.৫% মানুষ এখনও দরিদ্র সীমার নীচে বাস করেন। আবার এই দেশেই ট্রাকে করে পাচার হয়ে ২,৫০০ কোটি টাকা। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে মুম্বই। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ও ন্যাশনাল ইনভেসটিগেটিং এজেন্সি সোমবার রাত সাড়ে নটা নাগাদ ২,৫০০কোটি টাকা সহ মুম্বইতে চারটি ট্রাক আটক করল। শুধু টাকাই নয় ট্রাক গুলি থেকে পাওয়া গেছে বহু মূল্য সোনা ও হিরের গয়নাও। এই ঘটনায় আটক করা হয় ৪৭জনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এদের মধ্যে ২০জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
মুম্বই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের বাইরে থেকে ধরা হয় ট্রাকগুলিকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইনকাম ট্যাক্স অফিসার জানিয়েছেন এই পাচারের সঙ্গে জঙ্গী যোগাযোগের আশঙ্কাও করা হচ্ছে।
সূত্রে খবর, প্রত্যেকটি ট্রাকে ১৫ জন করে লোক ছিল। ছিল ৩৫টি করে ব্যাগ। প্রত্যেকটি ব্যাগ টাকা আর গয়না গাটিতে ভর্তি ছিল।
First Published: Tuesday, July 2, 2013, 13:51