Last Updated: Tuesday, July 2, 2013, 13:51
এদেশের ২৭.৫% মানুষ এখনও দরিদ্র সীমার নীচে বাস করেন। আবার এই দেশেই ট্রাকে করে পাচার হয়ে ২,৫০০ কোটি টাকা। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে মুম্বই। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ও ন্যাশনাল ইনভেসটিগেটিং এজেন্সি সোমবার রাত সাড়ে নটা নাগাদ ২,৫০০কোটি টাকা সহ মুম্বইতে চারটি ট্রাক আটক করল। শুধু টাকাই নয় ট্রাক গুলি থেকে পাওয়া গেছে বহু মূল্য সোনা ও হিরের গয়নাও। এই ঘটনায় আটক করা হয় ৪৭জনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এদের মধ্যে ২০জনকে ছেড়ে দেওয়া হয়েছে।