Last Updated: May 13, 2014 09:56

বেতন বছরে দু লক্ষ ইউয়ান। কাজ? জায়ান্ট পান্ডাদের দেখভাল। আর এমনই এক বিজ্ঞাপন নিয়ে শোরগোল পড়ে গিয়েছে চিনের সিচুয়ান প্রদেশে। জায়ান্ট পান্ডার সংরক্ষণ আর গবেষণা। দুটোই হয় এখানে। এই সংরক্ষণ কেন্দ্রে রয়েছে একশো ষাটটি জায়ান্ট পান্ডা।
গোটাবিশ্বে চিড়িয়াখানায় যত জায়ান্ট পান্ডা রয়েছে, তার ৬০ শতাংশই এই সংরক্ষণ কেন্দ্রে। তাই আয়তন আর নামডাকের দিক থেকেও অনেকটাই বড়সড়। আর এই সংরক্ষণ কেন্দ্রটিই এখন খুঁজছে তার আবাসিকদের দেখভালের জন্য যোগ্য ব্যক্তি। জায়ান্ট পান্ডাদের আপন করে নিতে পারবেন, এমন মানুষের খোঁজেই পড়েছে বিজ্ঞাপন। বেতনও বেশ ভালোই। বছরে দু লক্ষ ইউয়ান। সঙ্গে নিখরচায় খাওয়াদাওয়া আর যাতায়াত। আবেদনও জমা পড়ছে প্রচুর। সংরক্ষণ কেন্দ্রের কর্তারা বলছেন, জায়ান্ট পান্ডা সম্পর্কে সচেতনতা যে বাড়ছে, আবেদনপত্রের সংখ্যাতেই তা স্পষ্ট।
First Published: Tuesday, May 13, 2014, 09:56