Last Updated: Tuesday, May 13, 2014, 09:56
বেতন বছরে দু লক্ষ ইউয়ান। কাজ? জায়ান্ট পান্ডাদের দেখভাল। আর এমনই এক বিজ্ঞাপন নিয়ে শোরগোল পড়ে গিয়েছে চিনের সিচুয়ান প্রদেশে। জায়ান্ট পান্ডার সংরক্ষণ আর গবেষণা। দুটোই হয় এখানে। এই সংরক্ষণ কেন্দ্রে রয়েছে একশো ষাটটি জায়ান্ট পান্ডা।