আত্মসমর্পণ করলেন দুই মাওবাদী স্কোয়াড সদস্য, 2 maoists surrendered

আত্মসমর্পণ করলেন দুই মাওবাদী স্কোয়াড সদস্য

আত্মসমর্পণ করলেন দুই মাওবাদী স্কোয়াড সদস্যনতুন সরকারের আমলে এই প্রথম আত্মসমর্পণ করলেন দুই মাওবাদী। আজ পুরুলিয়া পুলিস লাইনে গিয়ে আত্মসমর্পণ করেন মাওবাদী স্কোয়াড কমান্ডার দুর্যোধন রাজোয়ার ওরফে সুজন এবং তাঁর স্ত্রী ললিতা। বিহার-ঝাড়খণ্ড-ওড়িশা বর্ডার রিজিওনাল কমিটির অধীনে বিক্রম এবং রঞ্জিত পালের নেতৃত্বে অযোধ্যার একটি স্কোয়াডের কমান্ডার হিসেবে ছ বছর ধরে কাজ করছিলেন দুর্যোধন।  

First Published: Sunday, November 6, 2011, 15:50


comments powered by Disqus