Last Updated: Thursday, October 17, 2013, 10:43
মহারাষ্ট্রের গাদচিরোলি জেলায় তিন পুলিসকর্মীকে হত্যা করল মাওবাদীরা। রীতিমত পরিকল্পনা করে বৃহস্পতিবার সকালে এই তিন পুলিসকর্মীকে হত্যা করল মাওবাদী স্কোয়াডের সদস্যরা। গায়রাপোতি এলাকায় ঘন জঙ্গলে ল্যান্ডমাইন ফাটায় মাওবাদীরা। এই তিন পুলিসকর্মী এলাকা পরিদর্শনে বের হন। এরপরই জঙ্গল থেকে বেরিয়ে এসে তিন পুলিস কর্মীকে গুলি করে হত্যা করা হয়।