Last Updated: November 6, 2011 23:01

ওষুধের বদলে প্রসূতিকে অ্যাসিড দেওয়ার ঘটনার তদন্তে রবিবার লালবাগ মহকুমা হাসপাতালে যায় স্বাস্থ্য দফতরের দুই সদস্যের প্রতিনিধি দল। এখনও অসুস্থ শিখা বিবির চিকিত্সা চলছে ওই হাসপাতালে। স্বাস্থ্য দফতরের সহ-অধিকর্তা অনিরুদ্ধ মুখোপাধ্যায় এবং চিকিত্সক নিলয় দাস তাঁর সঙ্গে কথা বলেন। শিখা বিবির শারীরিক অবস্থা পরীক্ষা করেন তাঁরা। শরীরের বিভিন্ন অংশের ছবি তোলেন। হাসপাতাল সুপার, নার্সিং সুপার এবং চিকিত্সকদের সঙ্গেও কথা বলেন তাঁরা। ঘণ্টা তিনেক হাসপাতালে ছিলেন স্বাস্থ্য দফতরের দুই প্রতিনিধি।
First Published: Sunday, November 6, 2011, 23:04