Last Updated: Thursday, March 1, 2012, 16:39
মুখ্যমন্ত্রী সাজানো ঘটনা বললেও শেষপর্যন্ত যাদবপুর কাণ্ডে শাস্তি পেলেন এক পুলিস কর্মী। ধর্মঘটের দিন যাদবপুরে সাংবাদিক নিগ্রহের ঘটনায় অভিযুক্ত কনস্টেবল তারক দাসকে সাসপেন্ড করল কলকাতা পুলিস। অভিযুক্ত তারক দাস মেটিয়াবুরুজ থানার কনস্টেবল এবং স্থানীয় তৃণমূল কর্মী হিসেবেও পরিচিত। যদিও ওই ঘটনায় অন্য অভিযুক্তরা এখনও অধরা।