2014 Paralympic Games kick off in Sochi

প্যারালিম্পিক্সের সূচনা করলেন রুশ প্রেসিডেন্ট

প্যারালিম্পিক্সের সূচনা করলেন রুশ প্রেসিডেন্ট বিতর্কের মধ্যেই সোচিতে প্যারালিম্পিক্সের সূচনা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া সেনা পাঠানোয় ইউক্রেন প্রতিযোগিতা বয়কটের হুমকি দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত নিয়ে উদ্বোধন অনুষ্ঠানের রঙ আরও বাড়িয়ে দিয়ে অংশ নিল ইউক্রেনও।

তবে প্রতিকী প্রতিবাদ হিসেবে মার্চপাস্টে মাত্র একজন অ্যাথলিটকে পাঠায় ইউক্রেন। বাকি তিরিশ জন অ্যাথলিট স্টেডিয়ামে থাকলেও মার্চপাস্টে ছিলেন না। আমেরিকা, ব্রিটেন-সহ পঁয়তাল্লিশটি দেশের পাঁচশো সাতচল্লিশ জন অ্যাথলিট এবারের শীতকালীন প্যারালিম্পিক্সে যোগ দিয়েছেন। আসুন এক ঝলকে দেখে নিই উদ্বোধন অনুষ্ঠানের কিছু মুহূর্ত।

First Published: Saturday, March 8, 2014, 15:49


comments powered by Disqus