Last Updated: Wednesday, March 19, 2014, 23:49
ক্রিমিয়ার সেবাস্তোপোলে ইউক্রেনের নৌসেনা ঘাঁটির দখল নিল সশস্ত্র রুশপন্থীরা। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ইউক্রেনের অফিসারেরা ঘাঁটি ছেড়ে গেলেও আটক করা হয়েছে নৌ-প্রধানকে। পরে অবশ্য রুশ নিরাপত্তা সংস্থা আধিকারিকেরা নৌ-প্রধানকে অন্যত্র সরিয়ে নিয়ে যান বলে অন্য একটি সূত্রে দাবি করা হয়েছে।আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের রক্তচক্ষু সত্বেও অনড় রাশিয়া। মঙ্গলবার ক্রিমিয়াকে রাশিয়ার অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে মস্কো। এবারে দখল হল ক্রিমিয়ায় থাকা ইউক্রেনে নৌ- সেনা ঘাঁটিও। বুধবার সেবাস্তোপোলের নৌসেনা ঘাঁটির দখল নেয় সশস্ত্র রুশপন্থীরা।