Last Updated: January 9, 2014 23:42

আকাশে কখনও উড়ছে কার্টুন চরিত্ররা, কখনও রাজনীতিকরা, কখনও বলিউড, হলিউড তারকারা। বিভিন্ন রঙ, আকার, আকৃতির ঘুড়ি নিয়ে শুরু হয়ে গেল ২৬তম আন্তর্জাতিক ঘুড়ি উত্সব।
গত ৭ জানুয়ারি দিল্লিতে শুরু হওয়ার পর এবার ঘুড়ি উত্সব হবে মুম্বইতে। এরপর গুজরাতের চারটি জায়গা ঘুরে ১৪ জানুয়ারি আমেদাবাদে শেষ হবে ইন্টার ন্যাশানাল কাইট ফেস্টিভ্যাল। রাশিয়া, ইউক্রেন, মালয়শিয়া, ভিয়েতনাম, ফ্রান্স ও ইস্টোনিয়া থেকে বহু অংশগ্রহণকারী অংশ নিয়েছেন ঘুড়ি উত্সবে। বহুল প্রচলিত মাঝার বদলে নাইলনের সুতো ব্যবহার করতে বলা হয়েছে অংশগ্রহণকারীদের। কারণ এই সুতোয় আঘাত পায় না আকাশের পাখিরা।
First Published: Thursday, January 9, 2014, 23:42