Last Updated: Monday, July 7, 2014, 21:24
সংসদে গরহাজির তাপস পাল। তিনি কলকাতায় হাসপাতালে ভর্তি। বিরোধীদের অভিযোগ, এটা আসলে সংসদ এড়ানোর কৌশল। তাঁর কদর্য-অশ্লীল মন্তব্যে অস্বস্তিতে পড়া তৃণমূল কংগ্রেস এভাবেই মুখরক্ষার চেষ্টা করছে। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে আগেই তাপস পালকে বলা হয়েছিল আপাতত সংসদে না যেতে।