Last Updated: April 20, 2013 09:25

এফবিআই ছবি প্রকাশ করার ২৬ ঘণ্টার মধ্যে বস্টন বিস্ফোরণ কাণ্ডে দুই অভিযুক্তের অন্যতম চেচেন যুবক জোখরকে গ্রেফতার করল পুলিস। প্রায় ২৩ ঘণ্টা বস্টন জুড়ে তল্লাসি অভিযান শেষে ওয়াটারটাউন থেকে গ্রেফতার করা হয় তাকে। পুলিস সূত্রে খবর ওয়াটারটাউনে একটি বাড়ির পিছনে বাঁধা নৌকাতে লুকিয়ে ছিল জোখর। সেখান থেকেই বছর উনিশের এই তরুণকে রক্তাক্ত অবস্থায় গ্রেফতার করে পুলিস।
গতকাল এফবিআই জোখর এবং তার ভাই ট্যামারলেনের ছবি এবং ভিডিও প্রকাশ করার পর থেকেই তল্লাশি শুরু হয়। বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি চালাচ্ছিল পুলিস। মার্কিন গোয়েন্দারা এই দুই চেচেন ভাইয়ের ছবি প্রকাশ করার কিছু পরেই তাণ্ডব শুরু করে ট্যামারলেন। প্রথমে একটি গ্যাস স্টেশনে ডাকাতি তারপর বৃহস্পতিবার গভীর রাতে বস্টনের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যাম্পাসের বাইরে শুক্রবার এক পুলিস কর্মীকে গুলি করে খুন করা ট্যামারলেন ও জোখর। একটি গাড়ি চুরি করে পালাবার সময় পুলিসবাহিনী এই দুই সন্দেহভাজনের গাড়ি ধাওয়া করে ওয়াটারটাউনে পৌঁছায়। গতকালই পুলিসের সঙ্গে তীব্র গুলিযুদ্ধে এক সন্দেহভাজন, ট্যামারলেনের মৃত্যু হয়।
First Published: Saturday, April 20, 2013, 09:25