boston marathon expl - Latest News on boston marathon expl| Breaking News in Bengali on 24ghanta.com
পুলিসের জালে বস্টন বিস্ফোরণের অভিযুক্ত

পুলিসের জালে বস্টন বিস্ফোরণের অভিযুক্ত

Last Updated: Saturday, April 20, 2013, 09:25

এফবিআই ছবি প্রকাশ করার ২৬ ঘণ্টার মধ্যে বস্টন বিস্ফোরণ কাণ্ডে দুই অভিযুক্তের অন্যতম চেচেন যুবক জোখরকে গ্রেফতার করল পুলিস। প্রায় ২৩ ঘণ্টা বস্টন জুড়ে তল্লাসি অভিযান শেষে ওয়াটারটাউন থেকে গ্রেফতার করা হয় তাকে। পুলিস সূত্রে খবর ওয়াটারটাউনে একটি বাড়ির পিছনে বাঁধা নৌকাতে লুকিয়ে ছিল জোখর। সেখান থেকেই বছর উনিশের এই তরুণকে রক্তাক্ত অবস্থায় গ্রেফতার করে পুলিস।