Last Updated: December 23, 2011 23:05

ভ্যাটে রাখা কৌটো বোমা ফেটে আহত হলেন পুরসভার তিন সাফাই কর্মী। আজ সকালে ঘটনাটি ঘটে পর্ণশ্রী থানার জয়রামপুরের এলএম রোডে। সেসময় একশো আঠাশ নম্বর ওয়ার্ডের ওই ভ্যাটটি পরিষ্কার করছিলেন পুরকর্মীরা। ওই কর্মীদের হাতের সিগারেট থেকে ভ্যাটে পড়ে থাকা বোমাটি হঠাত্ই ফেটে যায়। আগুন ধরে যায় ভ্যাটটিতে। গুরুতর জখম হন বুদ্ধেশ্বর মান্না, রাজু মান্না এবং দীপঙ্কর মান্না নামে তিন সাফাই কর্মী। আহত তিনজনকে প্রথমে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজন অবস্থায় দুজনকে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
First Published: Friday, December 23, 2011, 23:10