Last Updated: Tuesday, November 26, 2013, 23:01
সরকারি উদ্যোগে কলকাতা পুরসভার বিভিন্ন বাজারে সরাসরি সবজি বিক্রি শুরু করেছেন চাষিরা। ওই সব বাজারের খুচরো ব্যবসায়ীদের অভিযোগ, আদৌ কম দামে সবজি বিক্রি করা হচ্ছে না। চলতি বাজারদরের সঙ্গে চাষিদের নেওয়া দামের ফারাক নেই। সেকারণে এই ব্যবস্থায় তাঁদের প্রতিদিন ক্ষতির মুখে পড়তে হচ্ছে।শাক-সবজির অগ্নিমূল্য থেকে ক্রেতাদের রেহাই দিতে সমবায় উদ্যোগে সবজি বিক্রির ব্যবস্থা করেছে রাজ্য সরকার। সেই মতো কলকাতা পুরসভার মোট ১৮ টি বাজারকে বেছে নেওয়া হয়। বলা হয়েছিল, ওইসব বাজারে মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার চাষীরা সরাসরি এবং কম দামে সবজি বিক্রি করবেন। কিন্তু আদৌ তা ঘটছে না বলে অভিযোগ বিভি্ন্ন বাজারের খুচরো ব্যবসায়ীদের। তাঁদের দাবি, বাজারের বাইরে বসে চাষীরা যে দামে সবজি বিক্রি করছেন, তার সঙ্গে চলতি বাজারদরের কোনও ফারাক নেই। এতে ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাজারের ভিতরে বসা ব্যবসায়ীদের।