ভোটের প্রচারে তাক লাগাচ্ছে ত্রিমাত্রিক মোদী

ভোটের প্রচারে তাক লাগাচ্ছে ত্রিমাত্রিক মোদী

ভোটের প্রচারে তাক লাগাচ্ছে ত্রিমাত্রিক মোদীগুজরাতে ভোটের প্রচারে তাক লাগিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। গান্ধীনগরের স্টুডিওয়ে বসে তিনি বক্তৃতা দিচ্ছেন। আর, থ্রিডি প্রযুক্তির সাহায্যে  ৫৩টি জায়গায় প্রচারিত হচ্ছে তাঁর বক্তব্য। ভোটাররা দেখছেন মুখ্যমন্ত্রীর ত্রিমাত্রিক প্রতিবিম্ব। প্রযুক্তির কল্যাণে এই নকল মোদী একেবারে আসলের মতোই। নির্বাচনী জনসভা। বাঁদিকে, সশরীরে উপস্থিত নরেন্দ্র মোদী। ডানদিকে, তাঁর ত্রিমাত্রিক প্রতিবিম্ব। গুজরাট থেকে রজতশুভ্র মুখোটির বিশেষ প্রতিবেদন।

পোশাকি নাম থ্রিডি হলোগ্রাফিক প্রোজেকশন টেকনোলজি। প্রযুক্তির দৌলতে একইসময়ে একাধিক জায়গায় হাজির গুজরাতের মুখ্যমন্ত্রী। প্রতিটি জনসভাতেই মানুষের ঢল।

অনেকে বলেন প্রচারই মোদীর সাফল্যের একটা বড় কারণ। সেই প্রচারকেই এ বার অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী। প্রযুক্তির চমক চাক্ষুষ করতে জনসভায় হাজির হাজারো মানুষ। মোদী ম্যানিয়ায় আক্রান্ত প্রবীণ ভোটাররাও। কম সময়ে বহু মানুষের কাছে পৌঁছতেই এই থ্রিডি প্রচার। বলছে বিজেপি।

কংগ্রেসের অভিযোগ, জনগণের টাকায় ভোটের প্রচার করছেন নরেন্দ্র মোদী। যদিও, বিজেপি এ সবে পাত্তা দিতে নারাজ। পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী ২৪ বছরের মৌলিক ভগত নরেন্দ্র মোদীর এই থ্রিডি প্রচারের দায়িত্বে রয়েছেন। নিজের ওয়েবসাইট সহ বিভিন্ন সোস্যাল নেটওয়ার্কিং সাইটেও ভোটারদের কাছে পৌঁছতে চেষ্টার খামতি রাখছেন না গুজরাতের মুখ্যমন্ত্রী।

First Published: Tuesday, December 11, 2012, 10:26


comments powered by Disqus