Last Updated: Monday, December 10, 2012, 21:45
গোধরা নয়, সোনিয়া গান্ধী নয়, কংগ্রেস নয়। নির্বাচনের প্রচারে নরেন্দ্র মোদীকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছেন তাঁর একসময়ের ঘনিষ্ঠরাই। তাঁদের একজন কেশুভাই প্যাটেল। গুজরাতের রাজনীতিতে মোদীর গুরু হিসেবেই পরিচিত তিনি। অন্যজন গোবর্ধন জারাপিয়া। তিনি মোদীর প্রাক্তন সেনাপতি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মোদীর গদি যদি টলে, তাহলে তার অন্যতম কারণ হবেন এই দুজন। গুজরাট থেকে রজতশুভ্র মুখোটির বিশেষ প্রতিবেদন।