Last Updated: January 25, 2014 19:18

রবীন্দ্র জাদেজার অদম্য লড়াইও ভারতকে কিউদের বিরুদ্ধে শেষ পর্যন্ত জয়ের স্বাদ এনে দিত পাড়ল না। শনিবার ভারত-নিউজিল্যান্ড রুদ্ধশ্বাস তৃতীয় একদিনের ম্যাচ শেষ হল অমীমাংসিত ভাবে।
ইডেন পার্কে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার মার্টিন গুপটিলের ১১১ রানের সৌজন্যে ৫০ ওভারে নিউজিল্যান্ড ৩১৫ রানের বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ভারতের সামনে। জবাবে খেলতে নেমে ভারতের রথী মহারথীরা বেশ দ্রুতই প্যাভেলিয়নমুখী হন। ধোনি (৫০) আর সুরেশ রায়না (৩১) পঞ্চম উইকেটে ৬৭ রান ছাড়া প্রথম সারির কোনও ব্যাটসম্যানই কিউইদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারেননি। হার যখন নিশ্চিত প্রায় তখন থেকে ম্যাচের হাল ধরেন অশ্বিন আর জাদেজা।অশ্বিনের ৬৫ আর জাদেজা ৪৫ বলে ম্যাজিকাল ৬৬ ভেন্টিলেশন দলকে বার করে আনেন।
শেষ ওভারে জিততে গেলে দরকার ছিল ১৮ রান। কিন্তু শেষ ব্যাটসম্যান বরুন অরুণের সঙ্গে জুটি বেঁধে রবীন্দ্র জাদেজা অন্তিম ওভারে তোলেন ১৭ রান। শেষ বলে জেতার জন্য প্রয়োজনীয় ২ রানের বদলে জাদজা তোলেন এক রান।
না, শেষপর্যন্ত হয়ত জাদেজার লড়াই তাঁর দলকে অভিপ্রেত জয় এনে দিতে পারেনি কিন্তু পাঁচ ম্যাচের সিরিজে এখনও লড়াইয়ে টিকিয়ে রাখল ধোনি বাহিনীকে। জানুয়ারির ২৮ তারিখ হ্যামিলটন আর ৩১ তারিখ ওয়েলিংটনে জিততে পারলে সিরিজে অন্তত সমতা ধরে রাখতে পারবে ভারত।
তবে আজকের অমীমাংসিত ম্যাচ আইসিসি একদিনের রাঙ্কিয়ে এক নম্বর স্থানটা ভারতের দখলেই রইল।
First Published: Saturday, January 25, 2014, 19:18