Last Updated: Wednesday, January 1, 2014, 11:27
নতুন বছরের শুরুতেই ভেঙে গেল ওয়ানডে ক্রিকেটের দীর্ঘ দিনের রেকর্ড। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম শতরানের নতুন রেকর্ড হল। বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাত্র ৩৬ বলে শতরান করে ওয়ানডে ক্রিকেটের দ্রুততম শতরান করার রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের কোরে জেমস অ্যান্ডারসন। ভেঙে গেল শাহিদ আফ্রিদির রেকর্ড। প্রসঙ্গত, ১৯৯৬ সালে শাহিদ আফ্রিদির করা শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭ বলে শতরানের ইনিংসটাই ছিল ওয়ানডে ক্রিকেটের দ্রততম শতরান। ১৭ বছর পর এক কিউই ব্যাটসম্যানের হাত ধরে ভাঙল সেই রেকর্ড।