Last Updated: May 4, 2012 22:40

কালীঘাটে বধূ নির্যাতনের ঘটনায় অভিযোগকারীর শ্বশুরবাড়ির আরও ৪ জনকে গ্রেফতার করল পুলিস। ধৃতদের মধ্যে রয়েছেন শাশুড়ি,ভাসুর, জা এবং ভাসুরের মেয়েও। বিহারের হাজিপুর থেকে তাদের গ্রেফতার করেছে পুলিস। আগেই গ্রেফতার করা হয়েছিল ওই বধূর স্বামীকে।
গত ২৩ এপ্রিল শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে কালীঘাট থানায় কোনও সহযোগিতাই পাননি এক গৃহবধূ। এরই জেরে সাসপেন্ড করা হয় কালীঘাট থানার অ্যাডিশনাল ওসিকে। পুলিসি গড়িমসিতে শাশুড়ি, ভাসুর, জা ফেরার হয়েছেন বলে অভিযোগ ওঠে।
First Published: Friday, May 4, 2012, 22:43