Last Updated: Thursday, November 1, 2012, 21:17
কোচ বদল হওয়ার পর জয়ের ধারা অব্যাহত রেখেছে মোহনবাগান। আইলিগে এয়ার ইন্ডিয়াকে হারানোর পর কলকাতা লিগেও জয়। বৃহস্পতিবার ঘরোয়া লিগে কালিঘাটকে ৪-১ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন। প্রথমার্ধে মোহনবাগানের হয়ে গোলের মুখ খোলেন মনীশ মাথানি। তার কিছু পরেই ব্যবধান বাড়ান অনিল কুমার। দুই গোলে পিছিয়ে যাওয়ার পর আক্রমণের ঝড় তোলে কালিঘাট।