ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের হামলায় মৃত পাঁচ

ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের হামলায় মৃত পাঁচ

Tag:  california gunfire usa
ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের হামলায় মৃত পাঁচফের বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে। এবার টার্গেট ক্যালিফোর্নিয়ার সমুদ্র তীরবর্তী স্যান্টা মোনিকার একটি কমিউনিটি কলেজ লাইব্রেরি। শুক্রবার দুপুরে স্যান্টা মোনিকা কলেজে ঢুকে পড়ে এক বন্দুকবাজ। কলেজ চত্বরে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। অজ্ঞাত বন্দুকবাজের হামলায় মৃত্যু হয় পাঁচ জনের, গুরুতর আহত আরও অনেকে। এই ঘটনায় মৃত্যু হয়েছে বন্দুকবাজের। মারা গেছে ওই ব্যক্তির বাবা ও ভাই। পুলিসের অনুমান পারিবারিক বিবাদের এই হত্যা কাণ্ডের কারণ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। সন্দেহভাজন বন্দুকবাজের সঙ্গে তাদের গুলির লড়াই শুরু হয়। বেশ কিছুক্ষণের লড়াই শেষে মৃত্যু হয় হামলাকারীর।তবে হামলার কারণ নিয়ে এখনও পুরোপুরি অন্ধাকারে পুলিস।

First Published: Saturday, June 8, 2013, 17:02


comments powered by Disqus