Last Updated: Saturday, June 8, 2013, 17:02
ফের বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে। এবার টার্গেট ক্যালিফোর্নিয়ার সমুদ্র তীরবর্তী স্যান্টা মোনিকার একটি কমিউনিটি কলেজ লাইব্রেরি। শুক্রবার দুপুরে স্যান্টা মোনিকা কলেজে ঢুকে পড়ে এক বন্দুকবাজ। কলেজ চত্বরে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। অজ্ঞাত বন্দুকবাজের হামলায় মৃত্যু হয় পাঁচ জনের, গুরুতর আহত আরও অনেকে। এই ঘটনায় মৃত্যু হয়েছে বন্দুকবাজের। মারা গেছে ওই ব্যক্তির বাবা ও ভাই। পুলিসের অনুমান পারিবারিক বিবাদের এই হত্যা কাণ্ডের কারণ।