Last Updated: July 10, 2012 14:37

দক্ষিণবঙ্গে দু`টি পৃথক পথ দুর্ঘটনায় নিহত হলেন ৬ জন। আহত হয়েছেন মোট ৩৬ জন। মঙ্গলবার ভোররাতে প্রথম দুর্ঘটনাটি ঘটে নদিয়ার ধুবুলিয়ায়। দেবগ্রামে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে একটি টাটা সুমোয় বাদকুল্লার বাড়িতে ফিরছিলেন ১০ জন। ভোর ৪টে নাগাদ ছাতনায় ৩৪ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরিতে টাটা সুমো গাড়িটি ধাক্কা মারে। ঘটনাস্থলেই চালক সহ ৩ জনের মৃত্যু হয়। কৃষ্ণনগর জেলা হাসপাতালে মারা যান আরও এক জন। আহতরা ওই হাসপাতালেই ভর্তি রয়েছেন।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানা এলাকায় ১১৭ নম্বর জাতীয় সড়কের ওপর। গঙ্গাসাগরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় কাকদ্বীপ থেকে আসা পণ্যবাহী লরির। তীর্থযাত্রীদের নিয়ে বাসটি মধ্যপ্রদেশ থেকে আসছিল বলে জানা গেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু`জন তীর্থযাত্রীর। দুর্ঘটনায় আহতদের ডায়মণ্ডহারবার ও কুলপি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
First Published: Tuesday, July 10, 2012, 14:37