Last Updated: Thursday, November 29, 2012, 10:17
পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বারাসত। গতকাল রাতে শতদল মোড় এলাকা লরির চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। এরপরই পরপর তিনটি লরিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পুলিস পৌঁছলে শুরু হয় ইটবৃষ্টি। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিস। ঘটনায় এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।