Last Updated: October 1, 2013 10:46

নিষিদ্ধ সংগঠন স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি) সাত কর্মী জেলে ভেঙে পলাতক। অপরাধীরা মধ্য প্রদেশের খান্ডয়া জেলর দুই নিরাপত্তারক্ষীকে ছুড়ি মেরে পালিয়েছে। মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটে। পলাতকদের মধ্যে একজন বিচারাধীন আসামী রয়েছে বলে জানা গিয়েছে।
২০১০ সালে সিমির ওই সমর্থকরা একটি নার্সিংহোম বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে। বেশ কয়েকটি লুঠের অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।
পলাতকদের খোঁজে ইতিমধ্যেই পুলিস চিরুনি তল্লাশি শুরু করেছে। শিল করে দেওয়া হয়েছে রাজ্যের সিমান্ত। জেল কতৃপক্ষ জানিয়েছে, গতকাল রাত ২টো থেকে ৩ টের মধ্যে সাত জন জেলের বাথরুমে যায়। সেখানেই দুজন নিরাপত্তারক্ষীকে ছুরি দিয়ে আক্রমণ করে। ছিনিয়ে নেয় নিরাপত্তারক্ষীদের বন্ধুক। বাথরুমের দেওয়াল ভেঙে চম্পট দেয় অপরাধীরা।
First Published: Tuesday, October 1, 2013, 10:46